সোমবার ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

জাজিরায় মেসার্স হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশনে মোবাইল কোর্টে জরিমানা

শরীয়তপুর প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২   |   প্রিন্ট


শরীয়তপুরের জাজিরার একটি তেলের পাম্প তথা “মেসার্স হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশনে” বিএসটিআই ও জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল নিয়মিত অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করেন।
আজ মঙ্গলবার বেলা ১২ টায় কাজীরহাট বাজারের কাছে অবস্থিত উক্ত ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এসময় পেট্রোল, অকটেন ও ডিজেল মাপে কম দেয়ায় ৫০ হাজার টাকা জরিমানা পূর্বক তা নগদ আদায় করা হয়।
এ সময় প্রথমে ১০ লিটার পেট্রোল নিয়ে দেখা যায় প্রায় ৩১০ মিলি করে কম দেয়া হচ্ছে, প্রতি দশ লিটারে। এছাড়া অকটেন ৪১০ মিলি এবং ডিজেল ৩৫০ মিলি করে গ্রাহকদের কম দেয়া হচ্ছে প্রতি দশ লিটারে।
পরে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল পাম্পে বসেই তাৎক্ষনিক একটি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৪৫/২০২২নং মামলার বিপরীতে মেসার্স হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশনকে নগদ ৫০ হাজার টাজা জরিমানা করে সাথে সাথে তা আদায় করে নেন।
মেসার্স হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশনের মালিক মোঃ আলী হোসেন শিকদার(৪৬) বলেন, আমরা নিয়মিত যাচাই করেই তেল বিক্রি করে থাকি। তবে আজ তা মাপা হয়নি, তাছাড়া পাম্পের মেশিনে অটোমেটিক পরিমাপ আপ-ডাউন করতে থাকায় আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি না। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে আমরা পরিমাপ কম করি না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল বলেন, আমরা বিএসটিআইয়ের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে এই অভিযান পরিচালনা করি। এ সময় ডিজেল, পেট্রোল ও অকটেনের মাপে কম পাওয়ায় সতর্কতা হিসেবে তাদের জরিমানা করি।

Facebook Comments Box

Posted ৮:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins