• শিরোনাম

    জাজিরায় কলেজের অধ্যক্ষ ও সভাপতির অপসারন দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল।

    শরীয়তপুর প্রতিনিধি : | বুধবার, ১৬ নভেম্বর ২০২২ | পড়া হয়েছে 75 বার

    জাজিরায় কলেজের অধ্যক্ষ ও সভাপতির অপসারন দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল।

    apps

    জাজিরার জয় নগর ইউনিয়নের ডাঃ মোসলেম উদ্দিন খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন ও ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী সেচ্ছা সেবক লীগের সহ- সভাপতি আব্দুল আলিম বেপারীর অপসারনের দাবীতে এক মানব বন্ধন কর্মসুচী পালিত হয়েছে। এ সময় সভাপতি ও অধ্যক্ষের বিরোদ্ধে নিয়োগ বানিজ্য , দুনীর্তি , ঘুষ ও লুটপাটের অভিােযগ তুলেছে তারা । সভাপতি ও অধ্যক্ষের অপসারনের দাবীতে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন শিক্ষক ছাত্র/ ছাত্রী অভিবাবক বৃন্দ। এর আগে তারা জয়নগর বাজারের বড় ব্রীজ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে বাজার প্রদক্ষিন শেষে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ করে।
    অধ্যক্ষ বলেন, মাদারীপুরের শিবচর উপজেলার বয়ড়া তলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান তার শশুর বাড়ী এ এলাকায় হওয়ায় সে এক সময় এ কলেজে চাকরী করতো। পদত্যাগ করে চলে যায়। সে আবার নতুন করে এসে শশুর বাড়ীর লোকজন নিয়ে চাপ সৃষ্টি করে তার বেতনের জন্য। বেতন না দেওয়ায় এ মানববন্ধন করেছে।
    আজ বুধবার সকালে ছাত্র/ ছাত্রী অভিবাবকের উপস্থিতিতে ডাঃ মোসলেম উদ্দিন খান কলেজ ক্যাম্পাসে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন , জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন খান ,আনোয়ার হোসেন খান, মাওলানা তাজুল ইসলাম সেলিম,বাজারের ব্যবসায়ী মোকসেদ খান, স্থানীয় ওয়াসিম খান,চান মিয়া মাদবর,আব্দুস সোবহান খান কলেজ ম্যানেজিং কমিটির সদস্য গোলাম মোস্তফা খান, অভিবাবক আনোয়ার হোসেন খান, হারুনুর রশিদ, জুলহাস খান, ফোরহাদ খান, আমেনা বেগম ছাত্রী খাদিজা আক্তার, মালা বেগম,অন্তরা খানম প্রমুখ।
    ডাঃ মোসলেম উদ্দিনখান ডিগ্রী কলেজেওে কলেজের ম্যানেজিং কমিটির সদস্য গোলাম মোস্তফা খান , মাওলানা তাজুল ইসলাম সেলিম বলেন, ডাঃ মোসলেম উদ্দিন খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন ও ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী সেচ্ছা সেবক লীগের সহ- সভাপতি আব্দুল আলিম বেপারী নিয়োগ বানিজ্য, দুনীর্তি, ঘুষ ও অনিয়মে জড়িত। তাই আমরা তাদের অপসারন দাবী করছি।
    আমার শশুর ঢাকায় থাকে উল্লেখ করে ডাঃ মোসলেম উদ্দিনখান ডিগ্রী কলেজের উপধ্যাক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আমি কোন পদত্যাগ করিনি। ডাঃ মোসলেম উদ্দিন খান ডিগী কলেজে আমি এখন ও বৈধ উপাধক্ষ হিসাবে কর্মরত আছি। শিক্ষা মন্ত্রনালয় ছিঠির মাধ্যমে বিষয়টি জানিয়ে দিয়েছেন। অথচ মন্ত্রালয় থেকে তিন বার ইনডেক্স নাম্বার পরিবর্তন করে অধ্যক্ষ দেলোয়র হোসেন ১৯৯৭ সালে সু কৌসলে তার পদটি বাগিয়ে নেন। তার পর থেকে সে নানা অনিয়ম ও দুনিতীতে জড়িয়ে পড়েন তিনি। তার অপকর্মে সভাপতি সহায়তা করেন।
    অভিযোগ অস্বীকার করে ডাঃ মোসলেম উদ্দিন খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন বলেন, মাদারীপুরের শিবচর উপজেলার বয়ড়া তলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান তার শশুর বাড়ী এ এলাকায় হওয়ায় সে এক সময় এ কলেজে চাকরী করতো। পদত্যাগ করে চলে যায়। সে আবার নতুন কওে এসে শশুর বাড়ীর লোকজন নিয়ে চাপ সৃষ্টি কওে তার বেতনের জন্য। বেতন না দেওয়ায় এ মানববন্ধন করেছে। সে এক সময় জামাত শিবিরের নেতা ছিল।

    ডাঃ মোসলেম উদ্দিন খান ডিগ্রী কলেজের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের সহ সভাপতি আব্দুল আলিম বেপারী বলেন, স্থানীয় ইউপি নির্বাচনে পরাজিত হয়ে আমাকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল মিথ্যা বানোয়াট অভিযোগ আনছে।

    বাংলাদেশ সময়: ৩:৫৬ অপরাহ্ণ | বুধবার, ১৬ নভেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ