নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৩ মে ২০২৩ | পড়া হয়েছে 73 বার
সারাদেশের ন্যায় জামালপুর জেলার অন্তর্গত মাদারগঞ্জ উপজেলা ভূমিসেবা সপ্তাহ ২০২৩ পালিত হয়েছে। সোমবার ( ২২ মে) বেলা ২.৩০ উপজেলা ভূমি অফিসের আয়োজনে অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী ইলিশায় রিছিল। এরপর এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে জনসচেতনামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিলের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ( ভূমি) আমেনা খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু, পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন,প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু বিএসসি,বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক ও মাদারগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবলু, ও মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ এবং সাধারন সম্পাদক শেখ মাহমুদ আব্দুল্লাহ প্রমুখ। ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে ই নামজারী সেবা ইউনিয়ন পরিষদের ই সেন্টার, স্থানীয়, বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে ই নামজারীর আবেদন করা যায় এছাড়াও বিভিন্ন ভূমি সেবা পাওয়া যায় বলে উল্লেখ করেন।
বাংলাদেশ সময়: ৯:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel