
| বুধবার, ১৪ মে ২০২৫ | প্রিন্ট
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়। এখন ২০ বছরে পদার্পন করেও শিক্ষার্থীদের কোন আবাসন ব্যবস্থা নাই, শুধুমাত্র মেয়েদের একটি হল আছে।২০০৫ থেকে শুরু করে এখনো পর্যন্ত ২০২৫ সাল পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২০১৫,২০১৭ এবং ২০১৯ সালে আন্দোলন করেও আশানরূপ কোন ফল পাই না।এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বাজেটের ক্ষেত্রেও বৈষম্য করা হয়। আজ ১৪ই মে বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা লং মার্চ টু যমুনাতে ৩ দফা দাবি নিয়ে আন্দোলন নিয়ে যাই এবং সেখানে শিক্ষার্থীদের সাথে পুলিশ সংঘর্ষ হয়। এবং সাউন্ড গ্রেনেডের আঘাতে আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-১৯ ব্যাচের শিক্ষার্থী সাদমান।
কাকরাইল টাইমস হসপিটালের চিকিৎসা নিচ্ছে। এছাড়াও ছাত্র-ছাত্রীসহ শিক্ষক আহত অর্ধশতাধিক।
ছাত্র-ছাত্রীদের স্পষ্ট দাবী সমূহ:
১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।
২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে।
৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে
Posted ২:৪৪ অপরাহ্ণ | বুধবার, ১৪ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।