
| শনিবার, ২৪ মে ২০২৫ | প্রিন্ট
ইং ২২/০৫/২০২৫ তারিখ রাত অনুমান ০১:৩৫ ঘটিকার সময় ঘটনাস্থল চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা, ব্লক-বি, রোড নং-০২, ৪র্থ তলার নিজ বাসায় অভিযুক্ত ০১। তাসমিন বিনতে আসলাম @ ওহি (২৬) ও ০২। মোঃ জাহেদ (২৭)দ্বয় ভিকটিম মোঃ সাহেদ (৩৫)’কে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে কাউকে না জানিয়ে রাতের আধারে লাশ নিয়ে পালিয়ে যাওয়ার সময় চান্দগাঁও থানার পুলিশ সংবাদ পেয়ে হাতেনাতে আসামীদ্বয়কে গ্রেফতারে করে এবং ভিকটিমের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
ভিকটিম এর নাম ঠিকানা ঃ ০১। মোঃ সাহেদ (৩৫), পিতা- জালাল আহম্মদ, মাতা-শাকেরা খাতুন, সাং-হাজী মীর হোসেন সওদাগরের বাড়ী, নোয়া পাড়া, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-চান্দগাঁও আবাসিক এলাকা, ব্লক-বি, রোড নং-০২, ৪র্থ তলা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম।
গ্রেফতারকৃত আসামী ০১। তাসমিন বিনতে আসলাম @ ওহি (২৬), পিতা-আবু আসলাম ভূইয়া @ বাপ্পি, মাতা-তাছলিমা ইসলাম, সাং-হাজী মীর হোসেন সওদাগরের বাড়ী, নোয়া পাড়া, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-চান্দগাঁও আবাসিক এলাকা, ব্লক-বি, রোড নং-০২, ৪র্থ তলা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম ও ০২। মোঃ জাহেদ (২৭), পিতা- জালাল আহম্মদ, মাতা-শাকেরা খাতুন, সাং-হাজী মীর হোসেন সওদাগরের বাড়ী, নোয়া পাড়া, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-চান্দগাঁও আবাসিক এলাকা, ব্লক-বি, রোড নং-০২, ৪র্থ তলা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম।
উল্লেখিত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Posted ৭:৩৭ অপরাহ্ণ | শনিবার, ২৪ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।