
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর পলাশ উপজেলায় অটোরিক্সা চালক দেলোয়ার হোসেনকে নৃশংসভাবে জবাই ও কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামিসহ ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত অটোরিক্সা, মোবাইল ফোন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র।
১৬ জুন দিবাগত রাতে পলাশ থানা পুলিশ ও নরসিংদী মডেল থানার যৌথ অভিযানে পলাশ থানা এবং নরসিংদী সদর এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—অটোরিক্সা ছিনতাই চক্রের মূলহোতা মোঃ ইসমাইল মৃধা ওরফে ‘কসাই ইসমাইল’ (২৫), তার সহযোগী শাকিল (২৯) ও মোঃ কবির হোসেন ওরফে ‘ইঞ্জিনিয়ার কবির’ (৫৪)।
পুলিশ জানিয়েছে, তারা যাত্রীবেশে অটোরিক্সা ভাড়া করে নির্জন স্থানে নিয়ে চালককে হত্যা করে যানবাহন ছিনতাই করতো। এ চক্রটি দেলোয়ার হত্যার আগে পলাশ থানার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা দক্ষিণপাড়া এলাকায় অটোরিক্সা চালক ইউনুস ওরফে অপুকেও একইভাবে জবাই করে হত্যা করে।
গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ইউনুসকে হত্যা করে তার মরদেহ ফেলে রাখা হয়েছিল স্থানীয় এক কলাবাগানে। এছাড়া তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত অটোরিক্সা, দুটি মোবাইল ফোন, তিনটি চাকু ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চক্রটিকে ধরতে পুলিশ দীর্ঘদিন ধরে নজরদারি ও তথ্য সংগ্রহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদেরকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।
নরসিংদীর পলাশে সম্প্রতি পরপর দুইজন অটোরিক্সা চালককে হত্যা ও ছিনতাইয়ের ঘটনায় জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই চক্রের মূলহোতা ও সদস্যরা গ্রেফতার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।
Posted ১০:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।