
মনিরুল হক, স্টাফ রিপোর্টারঃ | বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩ | প্রিন্ট
বাগেরহাটের রামপাল উপজেলায় ছাত্র ও তরুণদের নিয়ে অনলাইনে জুয়া খেলা পরিচালনার অভিযোগে ২ জুয়াড়ীকে আটক করেছে সিআইডি পুলিশ। এ সময় অনলাইনে জুয়া খেলার কাজে ব্যবহ্নত সরঞ্জাম কম্পিউটার ও মোবাইলফোন জব্দ করা হয়। এই ঘটনায় সিআইডি’র এসআই তুষার দেবনাথ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩০(২)/৩৫ ধারায় আটক ২জনের বিরুদ্ধে রামপাল থানায় একটি মামলা করেছেন। বৃহষ্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটকৃতরা হলো রামপাল উপজেলার বৃ-চাকশ্রী গ্রামের মৃতঃ সৈয়দ মুনতাজ আলীর ছেলে সৈয়দ সোহাগ হোসেন (২৯) এবং একই উপজেলার কুমলাই গ্রামের শেখ আলী আকবরের ছেলে শেখ রিপন উদ্দিন (৩০)। বুধবার সন্ধ্যায় রামপাল উপজেলার চাকশ্রী এলাকায় অভিযান চালিয়ে সিআইডি পুলিশ তাদের গ্রেপ্তার করে।
সিআইডি’র বাগেরহাট কার্যালয়ের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান রন্টু বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, অনলাইনে জুয়া খেলা পরিচালনার তথ্য পেয়ে রামপালের চাকশ্রী এলাকা দিয়ে রিপন ও সোহাগকে গ্রেপ্তার করি। অনলাইনে জুয়া খেলার কাজে ব্যবহ্নত সরঞ্জাম কম্পিউটার ও মোবাইলফোন জব্দ করা হয়েছে। অনলাইনে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়েছে তার তথ্য পাওয়া গেছে। তবে কি পরিমাণ অর্থের লেনদেন হয়েছে তা তদন্তের স্বার্থে এখন বলা যাবেনা। তিনি আরও বলেন, এই চক্রটি ২০১৮ সাল থেকে অনলাইনে জুয়া পরিচালনা করে আসছে। তারা উঠতি বয়সী তরুণ ও ছাত্রদের জুয়ায় আসক্ত করছে। প্রাথমিক তদন্তে অনেক তথ্য পাওয়া যাচ্ছে। এই চক্রের সাথে আরও কারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এই দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
Posted ৮:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।