টি এম এ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি : | রবিবার, ০৭ মে ২০২৩ | পড়া হয়েছে 57 বার
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ এর যৌথ আয়োজনে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় অনুষ্ঠিত হলো শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা। রবিবার সকালে চৌহালী সরকারি কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া, চৌহালী সরকারি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুহুল আমিন, উমারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
রোববার দুপুরে চৌহালী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় বালক এবং বালিকাদের ভলিবল ও ক্রিকেট প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাসুদ রানা
বাংলাদেশ সময়: ১১:০০ অপরাহ্ণ | রবিবার, ০৭ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel