আল ইমরান, সাতক্ষীরা প্রতিনিধিঃ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ যুব ঐক্য ও ছাত্র ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলার আয়োজনে মঙ্গলবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মিছিল শেষ হয়।
মানববন্ধনে,বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলার আহবায়ক অমিত ঘোষের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,সদর উপজেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান, সাধারণ সম্পাদক বাসুদেব সিৎহ,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মিলন রায়,বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা সভাপতি সুুজন বিশ্বাস, সাধারণ সম্পাদক উৎপল পাল সহ আরো অনেকে।
Posted ৪:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।