
এ এম উবায়েদ, নিজস্ব প্রতিনিধি | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩ | প্রিন্ট
শুধু অর্থ উপার্জন নয়, চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বুধবার (১ মার্চ) বিকেলে কিশোরগঞ্জের করিমগঞ্জে ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে’ আয়োজিত এক অনুষ্ঠানে চিকিৎসকদের প্রতি রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘শুধু অর্থ উপার্জন নয়, চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে শুধু ব্যবসা করলে চলবে না, মানুষকে সেবা দিতে হবে। মেডিকেল কলেজ হাসপাতালকে টাকা বানানোর যন্ত্রে পরিণত না করে মানুষ যাতে স্বল্প খরচে ও সহজে দ্রুত চিকিৎসাসেবা পায়, তা নিশ্চিত করতে হবে।’
রাষ্ট্রপতি আরও বলেন, ‘শুধু টাকা উপার্জন একটি শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য হতে পারে না। একটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করতে যেটুকু অর্থের প্রয়োজন সেটুকু নিয়ে প্রতিষ্ঠানে লেখাপড়া ও চিকিৎসাসেবার মান ভালো হয়, সেই লক্ষ থাকা উচিত।’
অনুষ্ঠানে মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা খানম এবং কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আ ন ম নওশাদ খান বক্তব্য দেন। এ সময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Posted ১২:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।