স্টাফ রিপোর্টার | সোমবার, ০৪ এপ্রিল ২০২২ | প্রিন্ট
দেশের প্রথম অনলাইন হোলসেল প্লাটফর্ম হোলসেলকার্ট (WholesaleCart.com) শুরু করেছে “নিজেই গড়ি নিজ ব্যবসা” নামক ব্যবসা বান্ধব ইভেন্ট। যে কোনো উদ্যোক্তা বা ব্যবসায়ীকেই চীন থেকে যে কোনো পণ্য বাংলাদেশে আমদানি করতে কাস্টম ক্লিয়ারেন্স থেকে শুরু করে ভ্যাট, ট্যাক্স, এল সি এবং শিপমেন্ট জনিত অনেক সমস্যায় পড়তে হয়। আর এ ধরনের সমস্যা সমাধানের লক্ষ্যেই ২০২০ সালের জানুয়ারি মাসে বাংলাদেশে যাত্রা শুরু করে দেশের প্রথম B2B হোলসেল বিজনেস Wholesalecart বর্তমানে, প্ল্যাটফর্মটির ডেডিকেটেড ওয়েবসাইটে ২ কোটি চাইনিজ সেলারের প্রায় ২০ কোটি পণ্য রয়েছে, যেখান থেকে যে কেউ বাংলাদেশী মূল্যে পণ্যের দাম দেখে প্রয়োজন অনুযায়ী যে কোনো পণ্য কিনতে পারবে। পণ্য কেনার মাত্র ১২ থেকে ২৪ দিনের মধ্যেই Wholesalecart অর্ডারকৃত পণ্যটি পৌঁছে দিতে সক্ষম।
Posted ৫:৪৭ অপরাহ্ণ | সোমবার, ০৪ এপ্রিল ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।