শনিবার ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

চাঁদপুরে আ. লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সুরক্ষা সামগ্রী বিতরণ

  |   মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১   |   প্রিন্ট

চাঁদপুরে আ. লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সুরক্ষা সামগ্রী বিতরণ

মহামরি করোনা ভাইরাস সঙ্কট মোকাবিলায় চাঁদপুরে প্রশাসন, স্বাস্থ্যবিভাগ ও সরকারি বেসরকারিসহ মোট ৫৪টি সেবামূলক প্রতিষ্ঠানে স্বাস্থ্য- সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগের ত্রাণ ও  সমাজ কল্যাণ উপকমিটি।

সোমবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রধানসহ প্রতিনিধিদের হাতে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী তুলে দেয়া হয়।

করোনা সুরক্ষা সামগ্রীর বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হাবিব-উল-করিম, চাঁদপুর সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী।

চাঁদপুরের কৃতিসন্তান জননেতা সুজিত রায় নন্দী বলেন, বৈশ্বিক মহামরি করোনা ভাইরাস বাংলাদেশেও প্রভাব বিস্তার করেছে। মানুষের সচেতনতার অভাবে আমাদের অনেক মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে। তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনর মেধা, দক্ষতা, প্রজ্ঞায় অত্যন্ত সফলতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করছেন। উন্নত দেশগুলো যেখানে এই পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শীতার বিশ্বের অনেক রাষ্ট্রের চেয়ে আমরা ভালো রয়েছি।

তিনি আরও বলেন, করোনার এই পরিস্থিতি মোকাবিলায় দলমতের ঊর্ধ্বে এসে আমাদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে থাকার নির্দেশনা প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ মানবতা আর দারিতার প্রশ্নে কোনও রাজনীতি নাই। তবে আমার নিজর সুরক্ষা নিজেদে দিতে হবে। আমার পরিবারের সুরক্ষা, প্রতিবেশির সুরক্ষা এবং দেশের সুরক্ষায় আমাদের ভূমিকা রয়েছে।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত বিচক্ষণের সাথে এই দুর্যোগ মোকাবিলায় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সঠিক এবং বিচক্ষণ নেতৃত্বের কারণে বিশ্বের উন্নত রাষ্ট্রের চেয়েও আমরা ভালো আছি। তিনি দ্রুততার সাথে করোনার ভ্যাকসিন ব্যবস্থা করেছেন। মানুষের মাঝে ভ্যাকসিন দেয়ার আগ্রহা বেড়েছে। সম্প্রতি গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। আমরা ১দিনে ৬১ হাজার মানুষকে টিকা দিতে পেরেছি। সক্ষমতা জানান দিতে পেরেছি। তবে আমরা সচেতর হলেই করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে।

পরে চাঁদপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্যবিভাগ, সরকারি জেনারেল হাসপাতাল, কমিউনিটি পুলিশ, চাঁদপুর প্রেসক্লাব, মডেল থানাসহ বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনকে হাইফ্লো নেজেল ক্যানলা, অক্সিজেন সিলিন্ডার, উন্নত মানের পিপিই, সার্জিক্যাল মাস্ক, স্পেশাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, লিকুইড স্যাভলন, হ্যান্ড ওয়াশ, সাবানসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। এবং জেলার ৮টি উপজেলার হাইমচর, মতলব উওর, মতলব দক্ষিণ, হাজীগন্জ, শাহরাস্তি, ফরিদগঞ্জ ও কচুয়ায় ৫০টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আহসান হাবীব, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, আওয়ামী লীগ নেতা জসিম পাটওয়ারি, পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাশীষ কর মধু, বীরমুক্তিযোদ্বা খোকন মজুমদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক সম্পাদক মাসুদুর রহমান পরান, ত্রাণ  ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য আতিকুর রহমান সুমন, তিমির নাহাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ৬:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কবিতা
(579 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins