মঙ্গলবার ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

>>

চসিক নির্বাচন- ঋণ নেই রেজাউলের, ঋণগ্রস্ত শাহাদাত

মোঃ ইলিয়াছ, চট্টগ্রাম    |   সোমবার, ১১ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট

চসিক নির্বাচন- ঋণ নেই রেজাউলের, ঋণগ্রস্ত শাহাদাত

মোঃ ইলিয়াছ, চট্টগ্রাম 

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের বিরুদ্ধে ৪৯টি মামলা! এই মামলাগুলো রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে বলে দাবি করেছেন ডা. শাহাদাত।তার ৪৯টি মামলার মধ্যে একটিতে খালাস পেয়েছেন তিনি। দু’টি মামলা স্থগিত, দু’টি মামলা তদন্তাধীন ও বাকি ৪৪টি মামলা বিচারাধীন।চসিক নির্বাচনে ডা. শাহাদাতের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে কোনো মামলা নেই। ক্লিন ইমেজের নেতা হিসেবে সর্বমহলে পরিচিত এই বীর মুক্তিযোদ্ধা।ধন-সম্পদে ৬৮ বছর বয়সী রেজাউলের চেয়ে এগিয়ে ৫৫ বছর বয়সী ডা. শাহাদাত। বিএ পাশ রেজাউলের চেয়ে বার্ষিক আয়ও বেশি এমবিবিএস পাশ শাহাদাতের। তবে বাকলিয়ার স্থায়ী বাসিন্দা ডা. শাহাদাত ঋণগ্রস্ত। কিন্তু বহদ্দারহাটের স্থায়ী বাসিন্দা রেজাউলের কোনো ঋণ নেই।চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ে দুই প্রার্থীর মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।হলফনামায় বলা হয়েছে, রেজাউল করিমের নির্বাচনী খরচ যোগাবেন তার স্ত্রী সেলিনা আকতার ও তিন ভাই নজরুল করিম চৌধুরী, কামরুল করিম চৌধুরী ও নুরুল করিম চৌধুরী। আর ডা. শাহাদাতের ভোটের খরচ দেবেন তার বোন হাসনা হেনা ও শিরিন আক্তার।নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য নিজের আয় থেকে ২০ লাখ টাকা খরচ করবেন ডা. শাহাদাত। আর দুই বোনের কাছ থেকে ঋণ করবেন পাঁচ লাখ করে মোট ১০ লাখ টাকা।নিজের ব্যবসা থেকে এক লাখ টাকা খরচ করবেন রেজাউল। পাশাপাশি স্ত্রী পাঁচ লাখ ও এক ভাই সাড়ে তিন লাখ টাকা দেবেন। এর বাইরে দুই ভাইয়ের কাছ থেকে পাঁচ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা ভোটের জন্য ধার করবেন রেজাউল।হলফনামায় দুই প্রার্থীর দেয়া তথ্যমতে, শাহাদাত হোসেন ঋণগ্রস্ত, আর রেজাউল করিম ঋণমুক্ত। ডা. শাহাদাতের উত্তরা ফাইন্যান্স ইনভেস্টমেন্ট লিমিটেডের কাছে তিন কোটি দুই লাখ ২৫ হাজার টাকা ঋণ আছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের কাছে ঋণ ২৯ লাখ ৮১ হাজার ১৩২ টাকা এবং অন্য ঋণ দুই লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা।শাহাদাত নগরীর পাঁচলাইশ এলাকার দ্য ট্রিটমেন্ট সেন্টার নামের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক। প্রতিষ্ঠানটির ব্যবসায়িক মূলধন তিন কোটি ২৮ লাখ ৯০ হাজার ৬০০ টাকা। তার টয়োটা গাড়ির মূল্য ১১ লাখ ৮০ হাজার আর পুরনো একটি জিপের মূল্য ২৭ লাখ ২০ হাজার টাকা।ডা. শাহাদাতের মোট বার্ষিক আয় ২০ লাখ ৭৪ হাজার টাকা। এর মধ্যে বাড়ি ভাড়া বাবদ আসে তিন লাখ ৫৩ হাজার ২৫ টাকা। চিকিৎসা, শিক্ষকতা ও পরামর্শক হিসেবে পান ১৭ লাখ ২১ হাজার টাকা।শাহাদাতের নগদ ১৫ লাখ টাকার পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৩৪ লাখ ৪৭ হাজার ২৭৭ টাকা। বন্ড ও স্টক এক্সচেঞ্জে আছে তিন লাখ ৭১ হাজার ৩৫০ টাকা শাহাদাতের মালিকানাধীন দুটি অকৃষি জমির মূল্য ২৪ লাখ ৩০ হাজার টাকা। একটি আটতলা আবাসিক ভবনের আট ভাগের একাংশের তিনি মালিক, যার মূল্য ৬৭ লখ ৮৬ হাজার টাকা। আর নিজের মালিকানাধীন একটি অ্যাপার্টমেন্টের মূল্য ৩৫ লাখ টাকা। নগরীর বাকলিয়া ডিসি রোড এলাকার স্থায়ী বাসিন্দা ডা. শাহাদাত এখন থাকেন নগরীর বাদশা মিয়া সড়কের একটি ফ্ল্যাটে।এদিকে নগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী পেশায় একজন ব্যবসায়ী। মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের মালিক তিনি। রেজাউল করিমের স্ত্রীর নামে অকৃষি জমি আছে দুই গণ্ডা দুই কড়া। উত্তরাধিকারসূত্রে এক লাখ টাকা মূল্যমানের নির্মিত ঘর পেয়েছেন রেজাউল।নগরীর চান্দগাঁও থানার বহদ্দার বাড়ির সন্তান তিনি। এখনও পৈতৃক বাড়িতেই থাকেন। নিজের নামে স্থাবর সম্পদে রেজাউলের চারটি অ্যাপার্টমেন্টের বর্তমান মূল্যমান এক কোটি নয় লাখ ১৬ হাজার ৬৬৭ টাকা। তার কাছে নগদ আছে এক লাখ টাকা, স্ত্রীর কাছে তিন লাখ ৫১ হাজার ৪০৯ টাকা।পাশাপাশি রেজাউলের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা সাত লাখ আট হাজার ৫৩৯ টাকা, স্ত্রীর নামে ৩২ লাখ ২৭ হাজার ৯০ টাকা। স্ত্রীর নামে প্রাইজবন্ড আছে ২০ হাজার টাকার। চার লাখ টাকা দামের একটি প্রাইভেটকারের মালিক রেজাউল।তার ব্যবসায়িক মূলধন নিজ নামে দুই লাখ টাকার। আর মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ নামের সরবরাহকারী ফার্মের মূলধন ১০ লাখ ছয় হাজার টাকা। স্ত্রীর নামে ব্যবসায়িক মূলধন দুই লাখ ৮০ হাজার টাকা। স্ত্রীর মেসার্স চৌধুরী ইলেকট্রনিক্স নামের একটি ফার্মের মূলধন দুই লাখ ৫১ হাজার টাকা। বাড়ি ও দোকান ভাড়া থেকে রেজাউলের বার্ষিক আয় চার লাখ ১৪ হাজার টাকা। ব্যবসা থেকে আয় তিন লাখ ৫০ হাজার টাকা আর ফার্মের শেয়ার থেকে আয় দুই লাখ এক হাজার টাকা।প্রসঙ্গত. আগামী ২৭ জানুয়ারি চসিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম চট্টগ্রামের সব কেন্দ্রে ইভিএমে ভোট নেয়া হবে।এই নির্বাচনটি গত বছরের ২৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারী দেখা দেয়ায় নির্বাচনটি তখন স্থগিত করা হয়।

Facebook Comments Box

Posted ৬:০৪ অপরাহ্ণ | সোমবার, ১১ জানুয়ারি ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins