| বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট
নবকন্ঠ বিনোদন ডেস্ক:
সরকারি অনুদানের ছবি ‘ভালোবাসা প্রীতিলতা’য় অভিনয় করতে যাচ্ছেন নুসরাত ইমরোজ তিশা ও মনোজ প্রামাণিক। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন প্রদীপ ঘোষ। আজ ২৪ সেপ্টেম্বর সকাল ১১টায় বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে ছবিটির মহরত হওয়ার কথা। উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ, সেলিনা হোসেনসহ অনেকে।
মনোজ বলেন, ‘বেশ কয়েকটি নাটকে তিশার সঙ্গে অভিনয় করেছি। তবে প্রথম কোনো চলচ্চিত্রে এবারই দুজন কাজ করতে যাচ্ছি। এটা ঐতিহাসিক পটভূমির ছবি। তাই চরিত্র নিয়ে একটু বেশি ভাবতে হচ্ছে। আমার শুটিং শুরু হবে ৭ অক্টোবর থেকে। তিশার শুটিং এর আগেই।’ তবে ছবিতে অভিনয়ের ব্যাপারে এখনই কিছু বলতে নারাজ তিশা, ‘পরিচালকই সময়মতো সব কিছু বলবেন। আমি আপাতত ছবিটির বিষয়ে কিছু বলতে চাই না।’
‘ভালোবাসা প্রীতিলতা’ ছবির সংগীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার।
Posted ১০:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।