
মোশাররফ ফরাজী | রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
আমি নিঃস্ব নেই কোন সম্বল
চরিত্র সম্পদ, একমাত্র অবলম্বন।
যখনই আঘাত আসে এই সম্পদে
নিজেকে হারাই, গহিন অন্ধকারে।
তুমি নিয়ে যাও আছে যত রাখঢাক
শুধু রেখে যাও
একটি সম্পদ নাম তার আখলাক।
হারাবো যেদিন তাকে গভীর সমুদ্রতটে
থাকবোনা আমি সত্ত্বা
পড়ে থাকবে নিঝুম বাটে।
তাইতো কাঁদি আমি
হে আমার সৃষ্টিকর্তা
কেড়ে নিওনা কখনই
এই আমার সম্পদটা
যখনই চলে যাবে এই সম্পদটা
পড়ে রবে নিষ্প্রান, নির্জীব দেহটা।
Posted ৯:২১ অপরাহ্ণ | রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।