| বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০ | প্রিন্ট
দিনাজপুর প্রতিনিধি: ঘোড়াঘাটে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. রাফিউল আলম। আজ বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করেন। এর আগে বুধবার তিনি দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
এ ছাড়াও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিসেবে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন মুহিউদ্দিন।
গত ২ সেপ্টেম্বর রাতে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাস ভবনে হামলার শিকার হন সাবেক ইউএনও ওয়াহিদা খানম এবং তার মুক্তিযোদ্ধা বাবা ওমর আলী (৭০)। সেই থেকে পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার রাফেউল খন্দকার ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। গত ১৯ সেপ্টেম্বর ওয়াহিদা খানমকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
Posted ৯:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।