
টি এম এ হাসান সিরাজগঞ্জ প্রতিনিধি: | শনিবার, ২১ আগস্ট ২০২১ | প্রিন্ট
ঘর দেয়ার নামে অর্থ গ্রহণ সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
সিরাজগঞ্জের তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়ার নাম করে অর্থ নেওয়ার অভিযোগে উপজেলার ৩ নম্বর সগুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার (১৮ আগষ্ট) স্থানীয় সরকার পল্লী উন্নায়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ, ইউপি- ১ শাখার উপ-সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত পত্রে তাকে সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বৃহস্পতিবার (১৯) বিকেলে ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি তাড়াশ ইউএনও মো. মেজবাউল করিম নিশ্চিত করেছেন। তিনি আরো জানিয়েছেন, সাময়িক বরখাস্ত হওয়া সগুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকীকে পাশা-পাশি স্থানীয় সরকার বিভাগ থেকে কারণ দশার্নো চিঠিও দেয়া হয়েছে। জানা গেছে, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকী আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়ার নাম করে তাড়াশ এলাকার শিউলী, ছকিনা, হালিমা, নাজমা ও শাহনাজ সহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করেন। আর ওই চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের তদন্তে সে অভিযোগ প্রমাণিত হয়। এদিকে স্থানীয় সরকার বিভাগের ইউপি- ১ শাখার উপ-সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত ওই পত্রে আরো উল্লেখ করা হয়েছে যে, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলাধীন সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকী কর্তৃক সংঘঠিত অপরাধ মূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(৪)(খ) ও (ঘ) অপরাধ সংঘঠিত করায় ৩৪(১) অনুযায়ী উল্লেখিত ইউপি চেয়ারম্যানকে তার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো। এ প্রসঙ্গে সাময়িক বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান টিএম আব্দুল্লাহের বাকী জানান, আমি এখনো সাময়িক বরখাস্তের চিঠি পাইনি।
Posted ৩:৫৪ অপরাহ্ণ | শনিবার, ২১ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।