জ্বর যেন প্রতিটি ঘরের দরজায় উকি দিয়েছে গাইবান্ধা বাসীর।আষাঢ়ের প্রথম থেকেই বাড়তে শুরু করেছে।প্রতিটি ঘরের দরজায় কড়া নাড়িয়ে হাত ছানি দিয়েছে জ্বর। পরীক্ষা করলেই করোনা এমন সংকায় আতংকে রোগী।চলছে উচ্চ পাওয়ারের এন্টিবায়োটিক ও প্যারাসিটামল টেবলেট।ডোজ ওভার।দিনে চার বার প্যারসিটামল টেবলেট।এন্টিবায়োটিক দুই বার দিনে।কোচ ২৮ দিন। ঘরোয়া ভাবে চলছে পল্লি চিকিৎসা সেবা। ক্রোনার ভয়ে মুখ খুলতে নারাজ রোগী ও পল্লি চিকিৎসক।আষাঢ়ের গুড়ি গুড়ি বৃষ্টি ভেজা শরীর মানেই জ্বর। কোন না কোন ভাবে ভিজছে কর্ম চঞ্চল মানুষ আরও আকান্ত হচ্ছে জ্বরে।কোনায় ভয়ে শহড় মুখী না হয়ে ঝুকে পড়ছে গ্রামের ডাক্তারদর কাছে।এবিষয় কয়েক পল্লি চিকিৎসকের সাথে কথা তারা বলেন দেশে করোনা ঘোষনার আগে থেকে সরকার ঘোষিত লক্ষন সমুহ নিয়েই তারা চিকিৎসা সেবা দিয়ে আসচ্ছেন। তাদের সেবায় ১০০% রোগী সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন।