বৃহস্পতিবার ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

>>

গোপালগঞ্জ সদর উপজেলার ৩৫০জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ঈদ সামগ্রী তুলে দিলেন ডিসি মুহম্মদ কামরুজ্জামান

কাজী ফারদীন রহমান, গোপালগঞ্জ   |   বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫   |   প্রিন্ট

গোপালগঞ্জ সদর উপজেলার ৩৫০জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ঈদ সামগ্রী তুলে দিলেন ডিসি মুহম্মদ কামরুজ্জামান

গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগে পবিত্র ঈদুল আযহা -২০২৫ উদযাপন উপলক্ষে সম্মানিত ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার (ঈদ সামগ্রী) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ জুন) সকালে গোপালগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঈদ উপহার সম্মানিত ইমাম ও মুয়াজ্জিনদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, গোপালগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক, গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, এ, কে, এম, ফয়জুল বারী।

এ সময় উপকারভোগী ৩৫০জন ইমাম ও মুয়াজ্জিন সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ সদর উপজেলার ৩৫০জন ইমাম ও মুয়াজ্জিনের প্রত্যেককে ১০কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি চিনি, ১লিটার সয়াবিন তেল, দুই প্যাকেট সেমাই ও ১প্যাকেট গুঁড়া দুধ প্রদান করা হয়। ঈদের আগে এমন উপহার পেয়ে ইমাম ও মুয়াজ্জিনগণ সন্তোষ প্রকাশ করেন। সেই সাথে উপকারভোগী ইমাম ও মুয়াজ্জিনগণ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান সহ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এসব মানুষ আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সরকারের এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান বলেন, “এই উপহারের মাধ্যমে আমরা ইমাম- মুয়াজ্জিনদের প্রতি সম্মান জানাতে চাই। ঈদের আনন্দে সবাইকে শামিল করাই আমাদের লক্ষ্য।”

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন গোপালগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক।

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান পবিত্র ঈদুল ফিতরের ন্যায় ঈদুল আযহা উদযাপন উপলক্ষে জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে সর্বশেষ আজ সদর উপজেলায় এ কার্যক্রম পরিচালনা করেন। এই মহতী উদ্যোগে গোপালগঞ্জ সদর উপজেলা সহ পাঁচ উপজেলার ধর্মপ্রাণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করছে।

Facebook Comments Box

Posted ৮:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1131 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins