• শিরোনাম

    গুলশানে রেস্তোরাঁ থেকে বিপুল মদ-বিয়ার জব্দ

    অনলাইন ডেস্ক বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০

    গুলশানে রেস্তোরাঁ থেকে বিপুল মদ-বিয়ার জব্দ

    apps

    শান্ত বণিক, বিশেষ প্রতিবেদক:

    রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার ও সীসা জব্দ করা হয়েছে। এসময় দুইজনকে আটক করা হয়েছে।

    বুধবার রাতে গুলশানের হর্স অ্যান্ড হর্স নামের রেস্তোরাঁয় এই অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক দু্ইজন হলেন- রেস্তোরাঁর ব্যবস্থাপক মনির হোসেন ও ক্যাশিয়ার সরোয়ার আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, বুধবার রাত ১০টার দিকে অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ-অঞ্চল গুলশানের কর্মকর্তারা রেস্তোরাঁটিতে অভিযান শুরু করে। রাত ১২টা পর্যন্ত চলা অভিযানে রেস্তোরাঁয় বিপুল পরিমাণ মদ, বিয়ার ও সীসার অবৈধ মজুত পাওয়া যায়।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান অঞ্চলের পরিদর্শক শামসুল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রেস্তোরাঁটিতে অভিযান চালানো হয়। রেস্তোরাঁটি থেকে ২০৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ৮১০ ক্যান বিয়ার, ২ কেজি নিষিদ্ধ সিসা ও ৩টি হুক্কা জব্দ করা হয়েছে।

    তিনি বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় মামলা করা হয়েছে। আটক দুইজনকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

    বাংলাদেশ সময়: ৩:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আজ বিজয়া দশমী

    ২৬ অক্টোবর ২০২০

    আর্কাইভ