রিপোর্টার খুরশীদ আলম | রবিবার, ২১ মে ২০২৩ | পড়া হয়েছে 36 বার
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর অ্যাডঃ আজমত উল্লা খানের জন্য ভোট চেয়েছেন পুজা কমিটির কর্মীবৃন্দরা।
শুক্রবার (১৯ মে) দুপুর থেকে বিকেল শুক্রবার বিকালে নোয়াখালী মার্কেট মুসা নগর ল্যাবরেটরী স্কুল হতে মিছিল বের হয়ে ২নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় এই প্রচার-প্রচারণা চালানো হয়। এসময় মানুষের বাড়ি ও এলাকার লোকজনের কাছে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তারা।
পুজা কমিটির উদ্যোগে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুজা কমিটির সভাপতি বিশ্বনাথ দাস,
সাধারণ সম্পাদক ধনু সুত্রধর,
পুজা কমিটির সভাপতি বিশ্বনাথ দাস, বলেন, সকল উন্নয়ন কর্মকাণ্ডে এদেশের মানুষ সরকারের ওপর আস্থা রেখেছে। গাজীপুর সিটি নির্বাচনে নৌকাকেই বিজয় করবে জনগণ। আমরা আ. লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লা খানের জন্য মানুষের কাছে ভোট চাইতে আমাদের নেতাকর্মী নিয়ে এসেছি। নির্বাচনী আচরণবিধি মেনে আমরা ভোট চাচ্ছি।
এই এলাকায় আমাদের আত্মীয়স্বজন আছে। তাই নিজ আত্মীয় ও পরিচিত সকলের কাছে নৌকা মার্কায় ভোট চাচ্ছি।
বাংলাদেশ সময়: ৯:৩৭ অপরাহ্ণ | রবিবার, ২১ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel