গাজীপুর কম্পিউটার সমিতির মিলনমেলা
গাজীপুরের অধিক পুরোনো ব্যবসায়ী সংগঠন ‘গাজীপুর কম্পিউটার সমিতি’র মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। উৎসব মুখর ও মনোরম পরিবেশে শনিবার দুপুরে রাজেন্দ্রপুরের সাহেব বাড়ি রিসোর্টে কম্পিউটার সমিতির উদ্যোগে মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর কম্পিউটার সমিতির সভাপতি মাসুদ সরকারের সভাপতিত্বে ও আমিরুল ইসলাম সুমনের সঞ্চালনায় ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেড কোম্পানির পরিচালক জাফর আহমেদ সভায় আরও বক্তব্য রাখেন গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেড এর ম্যানেজার সমীর কুমার দাস, ইউনাইটেড কম্পিউটার সেন্টার (ইউসিসি) কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার শাহিন মোল্লা , এক্সেল টেকনোলজি লিমিটেড কোম্পানির উত্তরা ব্রাঞ্চ এর সিনিয়র সেলস ম্যানেজার সাইফুল আকন্দ প্রমূখ। এ সময় গাজীপুর কম্পিউটার সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।