বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল এর প্রধান মোল্লা রেজাউল করিম, বন সংরক্ষকের নির্দেশে গাজীপুরের ভাওয়াল রেঞ্জ বিকে,বাড়ি, বিটের আওতায় বনবিভাগের সরকারি জমি থেকে বাড়িঘরসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। ভাওয়াল রেঞ্জ অফিসার মোঃ মাসুদ রানার নেতৃত্বে বন বিভাগের কর্মকর্তারা সকাল থেকে উদ্ধার অভিযান পরিচালনা করেন। বন বিভাগের সরকারি জমিতে দীর্ঘদিন ধরে এলাকার প্রভাবশালী মহলের মদদে দখল হয়ে ছিল। দখলদারদের ওই জমি ছেড়ে দিতে বন বিভাগের পক্ষ থেকে কয়েক বার নোটিশ দেওয়া হলেও তারা সেটি আমলে নেননি। অবশেষে বন বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে ওই জমি উদ্ধার করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বন্যপ্রাণী ব্যবস্থপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বনসংরক্ষক শ্যামল কুমার ঘোষ, ভাওয়াল রেঞ্জ অফিসার মোঃ মাসুদ রানা, বি, কে বাড়ি বিট অফিসার মোঃ কামরুজ্জামান মোল্লাসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা