| বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরে খেলতে গিয়ে বজ্রপাতে দুই ক্রিকেটার মারা গেছে। তারা গাজীপুর অনূর্ধ্ব-১৬ দলের ক্রিকেটার। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। তখন তারা ফুটবল খেলছিল।
শহরের জোড়পুকুরপাড় এলাকার আব্দুল হাইয়ের ছেলে গাজীপুর আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র মিজানুর রহমান (১৬) এবং কালীগঞ্জ উপজেলার আজমতপুর এলাকার রুহুল আমিনের ছেলে জাঙ্গালীয়া উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র নাদিম হোসেন (১৬)।
মৃত মিজানুর রহমানের সহপাঠী ফরহাদ জানায়, তারা শহীদ বরকত স্টেডিয়ামে অনুশীলন করতে গেলে একপর্যায়ে বৃষ্টি শুরু হয়। পরে তারা কয়েকজন বৃষ্টির মধ্যে স্টেডিয়ামে ফুটবল খেলছিল। হঠাৎ বজ্রপাতে দুইজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, ওই দুই কিশোরকে মৃত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল।
দলের কোচ আনোয়ার হোসেন লিটন বলেন, করোনার কারণে অনুশীলন বন্ধ রয়েছে। কয়েকজন আজ অনুশীলন করতে গেলেও তাদের বাসায় চলে যেতে বলা হয়। পরে শুনেছি কয়েকজন বৃষ্টির মধ্যে ফুটবল খেলছিল, তখন বজ্রপাতে মারা যায় দুজন।
Posted ১০:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।