
মোঃ নাসির উদ্দিন, গাজীপুর প্রতিনিধি | রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
গাজীপুরে এলাকায় আধিপত্য বিস্তার এবং ডিশ ও ইন্টারনেটের ব্যবসা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কৃষকদলের নেতার মৃত। শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাতে গাজীপুর মহানগরীর সদর থানাধীন দাক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব মোল্লা (৩৫) গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন দাক্ষিণখান এলাকার ইসমাইল মোল্লার ছেলে ও সদর মেট্রো থানা শ্রমিকলীগের আহ্বায়ক ও ৩১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমাস মোল্লার ভাতিজা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রাকিব মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে স্থানীয় শহীদ হাজীর বাড়ির পাশের রাস্তায় ওপর ফেলে রেখে চলে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তার মাথা, ঘাড় ও হাতসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার এবং ডিশ ও ইন্টারনেটের ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গাজীপুর মহানগর শাখার আহ্বায়ক আতাউর রহমান জানান, কৃষকদলের গাজীপুর মহানগর শাখার প্রস্তাবিত যুগ্ম আহ্বায়ক রাকিব মোল্লা এবার সভাপতি প্রার্থী ছিলেন।
Posted ১২:৩৫ অপরাহ্ণ | রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।