আব্দুর রহমান, গাজীপুর সংবাদদাতা : | মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২ | পড়া হয়েছে 62 বার
গাজীপুরে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা ও জেলা পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুরের জয়দেবপুর পিটিআই ক্যাম্পাসের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের (বিএনএনসি) মহাপরিচালক ডা: হাসান শাহরিয়ার কবীর।
কর্মশালায় গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের পরিচালক ডা: জুবাইদা নাসরিন, গাজীপুরের সিভিল সার্জন ডা: মো: খায়রুজ্জামান, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক ডা: মো: আকতার ইমাম, গাজীপুরের পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মেহেরুন্নেসা সিদ্দিকী, কেয়ার বাংলাদেশের সিনিয়র টেকনিক্যাল কো-অর্ডিনেটর (টিম লিডার) হাফিজুল ইসলাম, কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল কো-অর্ডিনেটর মনীষা মাফরুহা, অধ্যাপক মুকুল কুমার মল্লিক প্রমুখ।
দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা এবং বাংলাদেশ ও গাজীপুর জেলার পুষ্টি পরিস্থিতি নিয়ে উপস্থাপনা প্রদর্শন করেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের সহকারি পরিচালক ডা: ফজলে রাব্বি।
বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের (বিএনএনসি) আয়োজনে এ কর্মশালার সহযোগিতায় ছিলেন কেয়ার বাংলাদেশ ও ইউএনডিপি। কর্মশালায় জেলার সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সুধিজন, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
বাংলাদেশ সময়: ৫:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel