• শিরোনাম

    গাজীপুরে পরিবেশ দূষণের দায়ে দুই কারখানাকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

    জসিম উদ্দিন গাজীপুর: | মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারি ২০২১ | পড়া হয়েছে 385 বার

    গাজীপুরে পরিবেশ দূষণের দায়ে দুই কারখানাকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

    apps

    গাজীপুরে পরিবেশ দুষণের দায়ে পৃথক দুইটি কারখানায় ভ্রামম্যান আদালত অভিযান চালিয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুন্নাহার রিতা। গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন জানান, গাজীপুরে কালিয়াকৈরের সদরচালা এলাকায় ইটিপি বিহীন কারখানার পরিচালনার মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে শাহ্ লোহা আলী বোর্ড মিলসকে ২ লাখ টাকা জরিমানা ও কারখানাটি বন্ধ করে দেয়া হয়। এছাড়া গাজীপুরের মীরের বাজার এলাকা থ্রি আর অক্সাইড কেমিকেল লিমিটেড নামে ব্ল্যাক অক্সাইড তৈরি কারখানা কর্তৃপক্ষকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিনসহ আনসার ও ব্যাটালিয়ান সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুন্নাহার রিতা জানান, পরিবেশের ছাড়পত্র না থাকায় কারখানা দুটি বন্ধ রাখার নির্দেশনাসহ জরিমানা করা হয়েছে।

    বাংলাদেশ সময়: ২:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারি ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ