• শিরোনাম

    গাজীপুরে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

    আব্দুর রহমান,গাজীপুর সংবাদদাতা: | মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২ | পড়া হয়েছে 37 বার

    গাজীপুরে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

    apps

    গাজীপুর কালিয়াকৈর-নবীনগর সড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ( ৮ নভেম্বর) বিকাল পৌনে ৪ টার দিকে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছর।
    সালনা হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান জানান, কালিয়াকৈর-নবীনগর সড়কের ওয়ালটন কারখানার সামনের ইউটার্ণ দিয়ে একটি কাভার্ডভ্যান ঘুরাচ্ছিল। এসময়ে নবীনগরের দিক থেকে চন্দ্রাগামী একটি মোটসাইলে নিয়ন্ত্রন হারিয়ে ওই কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।
    এতে ঘটনাস্থলের মোটরসাইলের চালকের মৃত্যু হয়। আশপাশের লোকজন গুরুত্বর আহত একজনকে উদ্ধার করে স্থানীয় হাসাপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
    তিনি আরো জানান, তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    বাংলাদেশ সময়: ৮:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ