অনলাইন ডেস্ক | শনিবার, ০৭ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 287 বার
মো: জসিম উদ্দিন, গাজীপুর: বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাজীপুর জেলায় যথাযোগ্য মর্যাদায় ও সাড়ম্বরে ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
গাজীপুর সমবায় বিভাগের উদ্যোগে দুপুরে জেলা শহরের রাজবাড়ী রোডস্থ গাজীপুর ডিপ্লোমা প্রকৌশলী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর সিটির মেয়র এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির।জেলা সমবায় কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা সমবায় কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন।
এ সময় গাজীপুর সমবায় সমিতি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ১১:২৪ অপরাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel