রবিবার ২৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

গাজীপুরে আলীফ গ্ৰুপের তিনটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫   |   প্রিন্ট

গাজীপুরে আলীফ গ্ৰুপের তিনটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ

বেআইনিভাবে ধর্মঘট করে কাজ বন্ধ রাখার কারণে অর্থনৈতিকভাবে ক্ষতির কথা উল্লেখ করে আলীফ গ্ৰুপের তিনটি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে শ্রমিকরা কারখানার গেটে গিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পায় শ্রমিকেরা। পরে তারা কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। গাজীপুর মহানগরীর কোনাবাড়ী (জরুন) এলাকায় আলীফ গ্রুপের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণাকৃত তিনটি প্রতিষ্ঠান হলো, স্বাধীন গার্মেন্টস লিমিটেড, স্বাধীন ডাইং লিমিটেড ও স্বাধীন প্রিন্টিং লিমিটেড। শ্রমিকদের আন্দোলনের কারনে বৃহস্পতিবার থেকে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করে একটি নোটিশ টানিয়ে দিয়েছেন। এর আগে গত ১৭ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত (৩ দিন) কারখানার সকল শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে বেআইনিভাবে কাজ বন্ধ ধর্মঘট পালন করে। তাদের এসব কার্যক্রমে কারখানার স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটে এবং অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। এতে কারখানার উৎপাদন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব না হওয়ায় আলীফ গ্ৰুপ কর্তৃপক্ষ তাদের তিনটি প্রতিষ্ঠানের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। নোটিশে কারখানা কর্তৃপক্ষ উল্লেখ করেন, স্বাধীন গার্মেন্টস, স্বাধীন ডাইং এবং স্বাধীন প্রিন্টিং (প্রা:) লিমিটেডে কারখানায় কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদেরকে জানানো যাইতেছে যে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩/১ ধারা অনুযায়ী বৃহস্পতিবার (২০ মার্চ) থেকে কারখানার সকল কার্যক্রম (ঘড় ডড়ৎশ ঘড় চধু) এর অধীনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হইল।

শ্রমিকদের দাবী ঈদ বোনাস, বাৎসরিরক (অর্জিত) ছুটির টাকা ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে তিনদিন যাবত কারখানা অভ্যন্তরে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করে আসছে। ওই তিনটি প্রতিষ্ঠানে প্রায় সাড়ে ৮ শতাধিক শ্রমিক কর্মচারী কাজ করে। কিন্তু কর্তৃপক্ষ কোন সিদ্ধান্ত জানাচ্ছেনা। কর্তৃপক্ষ আমাদের দাবী-দাওয়া পূরণ করাতো দূরের কথা, তারা কারখানায় আসা বন্ধ করে দিয়ছেন। শ্রমিকরা আরো বলেন, ঈদ আসলেই মালিক এবং কারখানার ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কেন আমাদের সাথে এমন আচরণ করেন। আশপাশের কারখানার শ্রমিক ভাই-বোনেরা যখন তাদের সন্তান এবং পরিবারের সদস্যদের জন্য ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত তখন আমরা আন্দোলন নিয়ে ব্যস্ত সময় পার করিছ। সারা বছর কাজ করি কারখানার লাভের জন্য। আর ঈদ আসলেই মালিক পক্ষ আমাদের সঙ্গে এমন আচরণ করেন। আলিফ গ্রুপের স্বাধীন গার্মেন্টস লিমিটেডের প্রিন্টিং সেকশনের ইনপুটম্যান রাকিবুল হাসান জানান, আমরা গত কয়েকদিন যাবত ঈদ বোনাস, ছুটির টাকা, চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবীর বিষয়ে কোন গুরুত্ব দিচ্ছে না।

স্যাম্পলম্যান শামসুদ্দিন বলেন, স্টাফরা গত পাঁচ মাসের বকেয়া বেতন পাবে। কিন্তু তারাতো শ্রমিকদের মতো বলতে পারছে না। সামনে ঈদ তাদেরও পরিবার পরিজন আছে। বউ বাচ্চা আছে। সারা বছর কাজ করে ঈদের সময় যদি এমন হয়নীর স্বীকার হতে হয় তাহলে এর চেয়ে দুঃখের আর কি হতে পারে? গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গত তিনদিন যাবত শ্রমিকেরা ঈদ বোনাস, ছুটির টাকা ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত জানায়নি। কর্তৃপক্ষ কোনো সমাধান না করে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। তিনি আরো বলেন, মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছে তারা বলছেন ২৫ মার্চ ঈদ বোনাস দিবে এবং ২৭ মার্চ চলতি মাসের অর্ধেক বেতন দিবে। শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের প্রতিশ্রুতি প্রত্যাক্ষ্যান করে কর্ম বিরতি পালন করছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে মেট্রো পলিটন পুলিশ ও শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins