• শিরোনাম

    গাজীপুরের পূবাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

    সুজন সারোয়ার, স্টাফ রিপোর্টার, টঙ্গী: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

    গাজীপুরের পূবাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

    apps

    গাজীপুর মহানগরের ৪০নং ওয়ার্ডের মেঘডুবী এলাকায় ঢাকা-বাইপাস সড়কে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীরা। বৃহস্পতিবার সকালে মেঘডুবী উচ্চ বিদ্যালয়ের বাইপাস সড়কের পাশে স্কুল, এতিমখান, মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
    মানববন্ধনে উপস্থিত বক্তারা জানান, ৪৮ কিলোমিটার ঢাকা-বাইপাস সড়কের কাজ দীর্ঘদিন যাবৎ চললেও মেঘডুবী চৌরাস্তার সড়কের পরিকল্পনা ও ডিজাইনে জনসাধারনের সড়ক পারাপারের কোনো ব্যবস্থা রাখা হয়নি।
    রাখা হয়নি কোনো আন্ডার পাস অথবা ওভারপাস। রাস্তার পশ্চিম পাশে মেঘডুবী উচ্চ বিদ্যালয়, একটি কমিউনিটি ক্লিনিক, পূর্ব পাশে জয়দেবপুর রাস্তা, মেঘডুবী সরকারী প্রাথমিক বিদ্যালয় একটি এতিমখানা রয়েছে। ইতিমধ্যে রাস্তা পারাপাওে সময় মেঘডুবী উচ্চ বিদ্যালয়ের ১২জন শিক্ষার্থী সড়ক দূর্ঘটনায় অকালে প্রাণ হারিয়েছে। অন্যদিকে বাইপাস রাস্তাটির পূর্ব পশ্চিমে পাঁচটি গ্রামের সাড়ে সাত হাজার সাধারণ মানুষ আন্ডারপাস না থাকায় দীর্ঘপথ ঘুরে সড়ক পার হতে হয়। সড়ক ও সেতু মন্ত্রনালয় তথা সংশ্লিষ্ট বিভাগে হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় স্কুল, এতিমখান, মাদ্রাসার শিক্ষার্থীরা।
    মানবন্ধনে উপস্থিত ছিলেন, পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষ, ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকি জুলি। বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান বাছেদ, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্রকৌশলী মজিবুর রহমান কাজল, মেঘডুবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল কুমার বিশ্বাস, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক সদস্য রাজীবুল হাসান রাজীব, কলের বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শামীম খান, মেঘডুবী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হোসাইনুর রহমান রুবেল ও যুবলীগ নেতা মীর মোশারফ হোসেন প্রমুখ।

    বাংলাদেশ সময়: ৮:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ