খোরশেদ আলম,রিপোর্টার | বুধবার, ০৫ মে ২০২১ | প্রিন্ট
ঢাকা চন্দ্রা মহাসড়ক এর চক্রবতী এলাকায় কেএ সি ফ্যাশন লিমিটেড নামক একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা গত মঙ্গলবার (৪ মে) বিকেলে তিনটায় দিকে প্রায় তিন শতাধিক শ্রমিক রাস্তা অবরোধ করে । এসময় নবীনগর চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসে এবং শ্রমিকদের ন্যায় বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। কারখানার কতৃপক্ষ বলেন, দীর্ঘ দিন ধরে গাজীপুর সিটি করপোরেশন এর ২নং ওয়ার্ড কাউন্সিলর মোন্তাজ উদ্দিন মন্ডল গত রোববার( ২ মে) বিকেলে বিনা অনুমতিতে কারখানায় ঢুকতে চায় এবং কারখানা কতৃপক্ষের কাছে ঝুট ব্যবসা ও চাঁদা দাবী করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই কাউন্সিলর সহ তার লোকজন ও কারখানা কর্তৃপক্ষের কাছে মুচলেকার মাধ্যমে বিষয়টি মীমাংসা করেন।
কিন্তু সোমবার (৩ মে) কাউন্সিলর মোন্তাজ উদ্দিন মন্ডল ২নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে কারখানার কর্তৃপক্ষ ও শ্রমিকদের জামায়াত শিবির বলে সাংবাদ সম্মেলন করেন। এ খবর কারখানার শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে শ্রমিকরা উত্তেজিত হয়ে পরে, এবং গত সোমবার রাতেই (৩ মে) ওই কাউন্সিলরের সন্ত্রাসী বাহিনী রহিদুল নামে এক শ্রমিককে দেশীয় অস্ত্র দিয়ে বেদম মারপিট করে, আহত রহিদুলের দুই পা ও একটি হাত ভেঙে যায়, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরই জের ধরে মঙ্গলবার ৪ মে বিকেলে তিন টায় তিন শতাধিক শ্রমিকরা নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করেন। গাজীপুর শিল্পপুলিশের সিনিয়র এএসপি শাহিন জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
Posted ৩:২৯ অপরাহ্ণ | বুধবার, ০৫ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।