একেএম নূরুল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের সতীরজান মৌজার চর মস্ জিদ বাজারে দীর্ঘ ৪৭ বছর পর দখল মুক্ত হলো ৭ শতাংশ জমি। গত ২৮ জুলাই ঘটন স্থলে গেলে এলাকাবাসী জানায়,জমির প্রকৃত মালিক ছমির উদ্দিন শেখ পিতা মজনু শেখ গ্রাম বজরা কঞ্চিবাড়ি ডাকঘরঃ ধুবনী বাজার থানাঃসুন্দরগঞ্জ মহকুমা গাইবান্ধা জেলাঃরংপুর পৈতৃক সূত্র মালিকানা সম্পত্তির ৭ শতাংশ জমি কবলা মূল্য টাকায় ৭/১/১৯৫৭ ইং সালে একই মৌজার বাসিন্দার বয়ান উল্ল্যা আকন্দ ও বয়াত উল্ল্যা আকন্দ পিতাঃ কিয়ামত উল্ল্যায় নিকট ৫৭ নম্বর দলিলে জি এল নং ৫৭ সতীরজান মৌজার এস এ খতিয়ান নম্বর ৩৫৯ ভুক্ত দাগ নং ২৬৯৯ মোট ১৪ শতাংশ জমির মধ্য হতে ৭ শতাংশ জমি বিক্রয় করেন। ঘটনা চক্রান্তে আর এস রের্কড ছমির উদ্দিনের নামে প্রস্তত হয়।দাতা ও গ্রহীতার মৃত্যুর পর দাতা ছমির উদ্দিনে বংশ ধর ফরিজল শেখ পিতা বাচ্চা শেখ গং রের্কড মূলে জমির মালিকা দাবী করে ভোগ দখল করে আসা কালিন সময় কবলা খরিদার বয়ান উল্ল্যা আকন্দের নাতি শামছুল হক(শান্ত) ও সাজেদুল ইসলাম (সাজু) জমির মালিকানা দাবী করলে বিষয়টি থানা পর্যন্ত গড়ে।স্থানীয় ভাবে কয়েক দফা মিটিং হয়।উভয়ের কাগজ পত্র দেখে চাইলে বিষয়টি অমীমাংসিত থেকে যায়। অবশেষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রচেষ্টায় বাজারের ৭ শতাংশ ৪৭ বছরের ভোগ দখল মুক্ত হয়।