গ্রামের আতিকুল ইসলামের নবম শ্রেণিতে পড়ুয়া কিশোরী কন্যাকে গত ৭ জুলাই নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় একই গ্রামের মৃত ওমর আলীর পুত্র বখাটে জাহেদুল ইসলাম (২৭)। অপহরণের পর থেকে
জাহেদুল ইসলামের বড় ভাই আনারুল সহ স্বজনরা অপহৃতা ওই ছাত্রিকে তার পিতার কাছে ফিরিয়ে দেয়ার নামে টালবাহনা করেন। বাধ্য হয়ে ওই ছাত্রির পিতা বাদী হয়ে গতকাল শনিবার থানায় একটি অপহরণ মামলা করেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অপহরণকারী জাহেদুল ইসলামের বড় ভাই ও বেলকা ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মুক্তা বেগমের স্বামী আনারুল ইসলাম (৫০) কে গ্রেপ্তার করেন। থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, নবম শ্রেণির ছাত্রিকে অপহরণের ঘটনায় সংশ্লিষ্ট আইনে থানায় মামলা হয়েছে। এজাহারে বর্ণিত আসামী আনারুলকে গ্রেফতার পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।