লিটন মিয়া লাকু, গাইবান্ধা : | বুধবার, ১৫ মে ২০২৪ | প্রিন্ট
জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বুধবার বিকেলে স্থানীয় পৌর পার্কে চারদিনব্যাপি নাসিব উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। এই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য শাহ সারোয়ার কবীর এমপি। মেলা উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন।
পরে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) গাইবান্ধা জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান, সংগঠনের পরিচালক মাহবুবা সুলতানা, বেলাল হোসেন, সিফতান আহমেদ, হামিমা তুন্নি, তাসলিমা আজম প্রমুখ। এর আগে মেলা উপলক্ষে প্রধান অতিথি একটি কেক কাটেন।
মেলায় নারী উদ্যোক্তাদের হাতে তৈরী নানা রংয়ের পোষাক, বিভিন্ন প্রসাধনী সামগ্রীর ৫৪টি স্টল বসানো হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।
প্রধান অতিথি শাহ সারোয়ার কবীর এমপি বলেন, নারী উদ্যোক্তারা কুটির শিল্পের নানা কাজ করার ফলে দেশে শিল্পের বিকাশ ঘটছে। আজ নারীরা আর বসে নেই। তাদের হাতের নানা কারুকার্যের করায় শিল্প বাণিজ্যের অনেকটা উন্নতি হচ্ছে। তাদেরকে সহযোগিতা করা হলে তারা অর্থনৈতিক দিক দিয়ে আরও স্বাবলম্বী হবে।
Posted ৭:৩৩ অপরাহ্ণ | বুধবার, ১৫ মে ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।