| বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০ | প্রিন্ট
মাস্ক ব্যবহার করলে করোনার ঝুঁকি কমে, এমনটা মনে করেন ৯২ দশমিক ৯০ শতাংশ লোক। তবে ৬৭ দশমিক ৪০ শতাংশ লোক বলছেন, গরম ও অস্বস্তি লাগায় বাইরে চলাচলের সময় মাস্ক পরেন না। আবার ৯০ শতাংশের বেশি জানেন, ঝুঁকি কমাতে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া উচিত। কিন্তু প্রয়োজনের সময় সাবান-পানি না পাওয়ায় হাত ধোয়ার ক্ষেত্রে বেশি সমস্যা হচ্ছে।
গত ৩১ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত পরিচালিত ‘করোনায় স্বাস্থ্য সুরক্ষা’ শীর্ষক জরিপে এমন চিত্র উঠে এসেছে। ব্র্যাক, লাইফবয় ও প্রথম আলোর যৌথ উদ্যোগে পরিচালিত অনলাইন জরিপে অংশ নিয়েছেন ৩ লাখ ২০ হাজার ৭৮১ জন। আর জরিপটি ৩০ লক্ষাধিক পাঠকের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে। আজ বৃহস্পতিবার এক ওয়েবিনারে জরিপের ফলাফল তুলে ধরা হয়। ওয়েবিনারটি সঞ্চালনা করেন প্রথম আলোর বিশেষ বার্তা সম্পাদক শওকত হোসেন।
Posted ৬:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।