ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উস্থ্যি ইউনিয়নের ধাইরগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানকে (৮০) রাষ্ট্রীয় মযার্দায় দাফন করা হয়েছে।আজ সোমবার (৫ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।
তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ বিকেলে মরহুমের গ্রামের বাড়িতে জানাযা শেষে রাষ্ট্রীয় মযার্দায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. তাজুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মফিজ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা সলিম উল্লাহ মোস্তফা, পাগলা থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।