ময়মনসিংহের গফরগাঁওয়ে সরকার ঘোষিত লকডাউনের চতুর্থ দিনে ভ্রাম্যমাণ আদালত পৃথক অভিযান পরিচালনা করে ২০টি মামলায় ৫ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন। রোববার (৪ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আনসার, চৌকিদার, বিজিবি, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকার হাট-বাজার,রাস্তার মোড়ে এ কার্যক্রম চালানো হয়। এ সময় লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, কারণ ছাড়া ঘুরে বেড়ানো, মাস্ক না পড়া ও চা স্টলে বসে আড্ডা দেওয়ার অপরাধে উপজেলা নিবার্হী অফিসার মো.তাজুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।ইউএনও মো. তাজুল ইসলাম বলেন, লকডাউন বাস্তবায়নে সরকারি নির্দেশনা মোতাবেক উপজেলা ও থানা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় একযোগে কাজ করছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।