সাদেকুল ইসলাম পনির , গফরগাঁও প্রতিনিধি: | মঙ্গলবার, ২৯ জুন ২০২১ | প্রিন্ট
ময়মনসিংহের গফরগাঁওয়ে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৫৫০টি দুস্থ ও দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ (পাঁচশ টাকা করে) বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৮ জুন) দুপুরে উপজেলার মশাখালী ইউনিয়ন পরিষদ কাযার্লয়ে ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনি এ অর্থ বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মীর কাশেম, ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউনিয়নের বিভিন্ন গ্রামের উপকারভোগীরা। ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনি বলেন, আমাদের নেতা সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী যাচাই বাছাই করে প্রকৃত উপকারভোগীদের তালিকা অনুযায়ী এ অর্থ বিতরণ করা হয়েছে।
Posted ৩:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।