• শিরোনাম

    গফরগাঁওয়ে পাঁচ শতাধিক দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

     সাদেকুল ইসলাম পনির , গফরগাঁও প্রতিনিধি: মঙ্গলবার, ২৯ জুন ২০২১

    গফরগাঁওয়ে পাঁচ শতাধিক দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

    গফরগাঁওয়ে পাঁচ শতাধিক দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

    apps

    ময়মনসিংহের গফরগাঁওয়ে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৫৫০টি দুস্থ ও দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ (পাঁচশ টাকা করে) বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৮ জুন) দুপুরে উপজেলার মশাখালী ইউনিয়ন পরিষদ কাযার্লয়ে ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনি এ অর্থ বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মীর কাশেম, ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউনিয়নের বিভিন্ন গ্রামের উপকারভোগীরা। ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনি বলেন, আমাদের নেতা সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী যাচাই বাছাই করে প্রকৃত উপকারভোগীদের তালিকা অনুযায়ী এ অর্থ বিতরণ করা হয়েছে।

    বাংলাদেশ সময়: ৩:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুন ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ