ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের জামতলা মোড়ে এনআরবিসি ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুন) বিকেলে জামতলা মোড়স্থ হাজী আফতাব টাউয়ারের দ্বিতীয় তলায় শাখাটি উদ্বোধন করেন পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা.কেএম এহসান, এনআরবিসি ব্যাংক ময়মনসিংহ ব্রাঞ্চের এফএভিপি(ফাস্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট) মো.সাইফুল ইসলাম, হাজী আফতাব টাউয়ারের স্বত্বাধিকারী সাবেক ইউপি চেয়ারম্যান এসএম মাইন উদ্দিন, বিশিষ্ঠ ঠিকাদার আব্দুল হামিদ বাচ্চু, উপজেলা যুবলীগের আহ্বায়ক এম সালাহ উদ্দিন পলাশ, এনআরবিসি ব্যাংক গফরগাঁও শাখার ইনচার্জ মীর আবুবকর সিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠানে গফরগাঁও বাজারের ব্যবসায়ী, ঠিকাদার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।