সাদেকুল ইসলাম পনির , গফরগাঁও প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১০ জুন ২০২১ | পড়া হয়েছে 268 বার
কৃষক লীগ নেতা মানুষের প্রিয় নেতা করমউল্লাহ মাসুমের হাতকে শক্তিশালী করতে মশাখালী ইউনিয়নে বিশাল শোডাউন অনুষ্টিত হয়েছে।ময়মনসিংহ জেলা গফরগাঁও উপজেলা ৭নং মশাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন কৃষকলীগ নেতা । বুধবার (৯জুন) বিকালে আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে। মশাখালী কান্দি বলদী মুখী এক বিশাল মোটর সাইকেল শোডাউন দিয়েছেন কৃষক লীগ নেতা করমউল্লাহ মাসুম। তিনি বলেন, এলাকার মাঝে গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি সময় মত খোঁজ খবর নিচ্ছি সময় অনুযায়ী সাহায্য করে যাছি। নবীন চেয়ারম্যান প্রার্থী এলাকার প্রাণপ্রিয় নেতা ও এলাকার মানুষের চোখের মনি করম উল্লাহ মাসুম। নতুন চেয়ারম্যান প্রার্থী বলেন আজ যেভাবে আমি আপনাদের কাছে আছি ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে ভবিষ্যাতে থাকব খোঁজখবর নিচ্ছি আর নিব আজ কথা দিলাম। আমি যদি চেয়ারম্যান হয় আমি আপনাদেরকে ছেড়ে কোনদিন ও যাব না ইনশা-আল্লাহ।
আমি আপনাদের কথা দিলাম যদি চেয়ারম্যান হতে পারি তবে আমার প্রথম কাজগুলো হবে এই। মাদক জুয়া বাল্যবিবাহ ধর্ষণ দুর্নীতি ঘুষ গরিবের হক মেরে খাওয়া জুলুম অত্যাচার জোরপূর্বক ভাবে জমি দখল। কথা দিলাম সেগুলো এলাকা থেকে চিরতরে মুছে দেবো ইনশাআল্লাহ আমি আপনাদের পাসে আছি আমার পাসে আপনারা থাকবেন। আমার নেতা জন মানুষের নেতা ময়মনসিংহ 10 গফরগাঁও উপজেলা জাতীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল এমপি মহোদয়ের নির্দেশে আমি কাজ করি। শক্তিশালী করার লক্ষ্যে, আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী গফরগাঁও উপজেলা কৃষক লীগ নেতা করমউল্লাহ মাসুম। জয় হক নৌকা মার্কা। নৌকা আমার প্রাণ।
বাংলাদেশ সময়: ১:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel