সাদেকুল ইসলাম পনির | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
ময়মনসিংহ গফরগাঁওয়ে সকল ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির অধীনে ডিলার নিয়োগ বাতিল করা হোক ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।
জানা যায় গত ২৩শে সেপ্টেম্বর ১৫ টাকা কেজি চাউলের ডিলার নিয়োগ তালিকা প্রকাশ করা হয়েছে, উপজেলার ১৫টি ইউনিয়নে ৪৩ জন ডিলারের নাম প্রকাশ করা হয়েছে আওয়ামী লীগের কয়েকজন নিয়োগ পেয়েছে এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনগণের খুব সৃষ্টি হয়েছে, ইউনিয়নের সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায়, উপজেলা অফিস সহ সরকারি বিভিন্ন দপ্তরে এখনো আওয়ামী লীগের কার্যক্রম চলমান।
সাধারণ জনগণ রাষ্ট্রের সর্বোচ্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট গফরগাঁও সরকারি কর্মকর্তাদের দ্রুত সংস্কারের দাবি জানান।
ডিলার আবেদনকারীদের সাথে কথা বলে জানা যায় ডিলার নিয়োগ স্থগিত করে পুনরায় নতুন করে ডিলার নিয়োগ করা হোক লটারির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ডিলার নিয়োগের আবেদন জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফুড কর্মকর্তা আসাদুজ্জামান, বলেন ডিলারের আবেদন, নেতাদের সুপারিশ সবকিছু উপজেলা নির্বাহী কর্মকর্তার দিয়েছি, আমি কিছু জানি না।
উপজেলা নির্বাহী অফিসার, রুবাইয়াত ইয়াসমিন, সাথে মোবাইলের মাধ্যমে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
Posted ৭:৪৫ অপরাহ্ণ | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।