
নিজস্ব প্রতিবেদক: | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
চব্বিশের গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার খোঁজ নিলেন জাতীয়তাবাদী ছাত্রদল সম্মিলিত নার্সিং শাখার বর্তমান ও সাবেক ছাত্র নেতারা।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এ সম্মিলিত নার্সিং শাখার উদ্যোগে সোমবার (২৮ অক্টোবর) রাত আটটার দিকে আহতদের চিকিৎসার খোঁজখবর এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ছাত্রদল নেতৃবৃন্দরা। এ সময় তারা জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত রোগীদের মাঝে পুষ্টিকর ফলমূল বিতরণ করেন।
এ সময় উপস্থিত সাংবাদিকদের ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক জিসান বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আজ আমরা বার্ন ইনস্টিটিউটে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে এসেছি। শুধু চিকিৎসার খোঁজ খবরই নয় যারা আহত হয়েছেন তাদের পরবর্তীতে সমাজে পুনর্বাসনের জন্যেও দেশ নায়ক তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন। তাই আমরা আমাদের আহত ভাইদের খোঁজখবর নিতে এসেছি। পরবর্তীতে সমাজে পুনর্বাসনের জন্য তাদের যা যা দরকার আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সেই ব্যবস্থা গ্রহণ করব।
এ সময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,গোলাম কিবরিয়া যুগ্মসাধারণ সম্পাদক কেন্দ্রীয় সংসদ ছাত্রদল, মো. সুজন মোল্লা সাবেক যুগ্ন আহবায়ক অমর একুশে হল শাখা,দ্বীন ইসলাম খান সাবেক যুগ্ন আহবায়ক মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল।
নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাব এর যুগ্ম মহাসচিব সাব্বির মাহমুদ তিহান বলেন, শুধু দলের থেকে নয় একজন সাধারণ নার্স হিসেবে অতীতে নিরলস ভাবে যে শ্রম আমরা রোগীদেরকে দিয়েছি ২৪ এর গণঅভ্যুত্থানে আহত প্রতিটি রোগীকেও আমরা একই সেবা দিয়ে যাব। ইতিমধ্যেই অনেক রোগী সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। আবার বেশ কয়েকজন আমাদের বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মকভাবে প্রতিটি রোগীকে সেবা দিয়ে যাব। এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বিএম রাশেদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ ছামিউল্লাহ মোল্লা, এছাড়াও সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের মাঝে উপস্থিত ছিলেন আবু সালে, আনিছুর রহমান রায়হান, জাহিদ, সাইফুল ইসলাম শুভ, রাতুল ব্যাপারী, সাজ্জাদ সরদার, আব্দুল্লাহ আল ফাহাদ,মাহফুজ আহমেদ রিজভী ।
Posted ১:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।