• শিরোনাম

    খোকসায় লাটাহাম্বা গাড়ির ধাক্কায় এক রাজমিস্ত্রী নিহত

    রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 60 বার

    খোকসায় লাটাহাম্বা গাড়ির ধাক্কায় এক রাজমিস্ত্রী নিহত

    apps

    শনিবার (১১-ই ফেব্রুয়ারি, ২০২৩-ইং) সকালের দিকে কুষ্টিয়ার খোকসার ওসমানপুর ইউনিয়নের রমানাথপুর আরশেদ মোড়ে ইট ভাটার শ্যালো ইঞ্জিন চালিত লাটাহাম্বা গাড়ির ধাক্কায় জনি মোল্লা (৩২) নামের এক রাজমিস্ত্রী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মিজু আরাফ ব্রিকস নামের ইটভাটা ভাংচুর করেছে।

    নিহত জনি মোল্লা খোকসার ওসমানপুর ইউনিয়নের রমানাথপুর আজিল এলাকার টিপু মোল্লার ছেলে । তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

    জানা গেছে, নিহত জনি সকাল সাড়ে আটটার দিকে কাজের উদ্দ্যেশে মটর সাইকেল যোগে রওনা হয়ে রমানাথপুর আরশেদ মোড় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মিজু আরাফ ব্রিকস এর শ্যালো ইন্জিন চালিত লাটাহাম্বা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় বাটাহাম্বা গাড়ির চালক জামাল শেখ ঘটনাস্থল থেকে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ভাটায় পৌঁছে গাড়ি রেখে পালিয়ে যায়। সংবাদ পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী মিজু আরাফ ব্রিকসে ভাংচুর করে।

    এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, ইটভাটার গাড়ির ধাক্কায় একজন শ্রমিক নিহত হয়েছেন। নিহতের মরদেহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বজনদের অনুরোধে পরিবারের হেফাজতে দেয়া হয়েছে।

    বাংলাদেশ সময়: ৯:৪৫ অপরাহ্ণ | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ