রফিকুল ইসলাম, কুষ্টিয়া : | বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ | পড়া হয়েছে 45 বার
বৃহস্পতিবার (০১/১২/২০২২ইং) সকাল ১০টায় খোকসা উপজেলা নির্বাহি কমকর্তার কার্যালয়ে রূপান্তর চার্চের আয়োজনে পবিত্র বাইবেল পাঠ, প্রাথর্না ও কেক কাটার মধ্য দিয়ে যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে প্রাক-বড়দিন উৎসব পালিত হয়েছে।
উপজেলা নির্বাহি কমকর্তা রিপন বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে যীশু খ্রীষ্টের জন্ম ও বাল্যকাল বিষয়ে পবিত্র বাইবেল পাঠ করেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক রেভারেন্ড পাষ্টর জাকের আলী শুভ। এ সময় প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও রূপান্তর চার্চের পাষ্টর এ্যান্টনি এল রহমান। প্রার্থনা শেষে কেক কেটে যীশু খ্রীষ্টের জম্মদিনের কর্মসূচি উদ্বোধন করা হয়।
এছাড়াও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক পাষ্টর ডেভিড সরকার, রূপান্তর চার্চের ইভানজেলিষ্ট মাইকেল আজাদ, বুলবুলি পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১০:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel