জামিল হোসেন পাবনা | শনিবার, ১৪ আগস্ট ২০২১ | প্রিন্ট
খুলনার রুপসা উপজেলা শিয়ালী গ্রামে অর্ধশতাধিক হিন্দু পরিবারের উপর হামলা, মন্দির, দোকানপাট ও ঘরবাড়ি ভাংচুর এবং সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র মন্ডলের নৃশংস হত্যা প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে পাবনায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৩ আগস্ট শুক্রবার সকাল ১১ টার সময় পাবনা জেলা শাখা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, যুব মহাজোট ও ছাত্র মহাজোট’র আয়োজনে শালগাড়িয়া গোবিন্দবাড়ি মন্দির থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা প্রেসক্লাব সামনে ঘণ্টাব্যাপি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন, জাতীয় হিন্দু মহাজোটোর পাবনা শাখার নেতা আশীষ বসাক, সৌমেন সাহা ভান, সুমন সাহা, জীবন সরকার, চঞ্চল কুমার সরকার, সুমন, খোকন বিশ্বাস, প্রসন সরকার, মিঠুন কুমার কুন্ডু, শুভ বসাক, কৃষ্ণ ঘোষ, সনাতন সরকার, শুভ মজুমদার ও অনিক সাহা প্রমুখ। বক্তারা বলেন, হিন্দু সস্প্রদায়ের মানুষ’রা দেশে বিভিন্ন ভাবে নির্যাতন শিকার হচ্ছে। খুলনার রূপসা উপজেলা শিয়ালী গ্রামে হিন্দুদের অর্ধশতাধিক হিন্দু পরিবারের হামলা, মন্দির, দোকানপাট ও ঘরবাড়ি ভাঙচুর এবং সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র মন্ডলের নৃশংস হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়।অন্যথায় পরবর্তীতে তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
Posted ৪:৪১ অপরাহ্ণ | শনিবার, ১৪ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।