আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ | পড়া হয়েছে 37 বার
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ি ইউনিয়নের উপনির্বাচনে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হলেন, ঢোল প্রতীক সাইফুল ইসলাম।
নির্ভর সূত্রে জানা যায়, ঢোল প্রতীক পেয়েছেন ১৪৪৮ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অটো রিকশা প্রতীক জয়নুল আবেদীন পেয়েছেন ১০৬৫ ভোট।
আজ ২৫ মে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়। এই বিষয়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার বলেন, নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে, প্রথম থেকেই সচেতন ছিলাম, সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটার উপস্থিতি ছিল খুবই ভালো।
এই উপনির্বাচনে ৭৬.০৯% ভোট কাস্ট হয়েছে। রিটার্নিং অফিসার মুজিবুল হক জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, কোন প্রকার অভিযোগ ছাড়াই , ভালো ভাবে নির্বাচন হয়েছে।
বাংলাদেশ সময়: ৭:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel