
শারমিন আক্তার উপজেলা প্রতিনিধি জামালপুর। | সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২ | পড়া হয়েছে 63 বার
খাঁচায় মৎস্য চাষে উদ্যোক্তাদের চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ।
জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সি (JICA) কর্তৃক আয়োজিত খাঁচায় মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথির আসনে ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মেলান্দহ জামালপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেসমিন আখতার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও সভাপতি উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত স্থায়ী কমিটি মেলান্দহ, জামালপুর। খাঁচায় মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো এ মেলান্দহের মানুষ যাতে নিজেদের আয়ত্তের মধ্যে থেকেই অল্প খরচে আয়বর্ধক কিছু করতে পারে এবং সেইসাথে অত্যাধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে এই জন্যই এ প্রশিক্ষণের ব্যবস্থা। পাশাপাশি বিভিন্ন প্রতিকূল পরিবেশ থেকে মাছ চাষের যে ক্ষতি গ্রস্থ হওয়ার সম্ভাবনা সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য যে যে ব্যবস্থা গ্রহণ করা উচিত বা পদ্ধতি এই সকল বিষয় তুলে ধরা হয় উক্ত প্রশিক্ষণের মাধ্যমে। খাঁচায় মাছ চাষ এর মধ্য দিয়ে চাষীরা অনেক অনেক ক্ষতির হাত থেকে রক্ষা পাবে এবং অল্পতেই অনেকটা লাভবান হবে বলে আশাবাদী। উক্ত প্রশিক্ষণের সভাপতিত্ব করেছেন জনাব মোঃ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মেলান্দহ, জামালপুর। উক্ত প্রশিক্ষণের আয়োজক ছিলেন উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত স্থায়ী কমিটি,মেলান্দহ, জামালপুর।
বাংলাদেশ সময়: ৩:১৭ অপরাহ্ণ | সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel