শনিবার ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

>>

ক্ষমতা দেওয়া-নেওয়ার মালিক আল্লাহ, চাঁদাবাজি-জুলুম করবেন না, দিনাজপুর রাজনীতিবিদদের উদ্দেশ্যে জামায়াত আমির- ডা. শফিকুর রহমান

পিসি দাস দিনাজপুর প্রতিনিধি:   |   শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট

ক্ষমতা দেওয়া-নেওয়ার মালিক আল্লাহ, চাঁদাবাজি-জুলুম করবেন না, দিনাজপুর রাজনীতিবিদদের উদ্দেশ্যে জামায়াত আমির- ডা. শফিকুর রহমান

ক্ষমতা দেওয়া-নেওয়ার মালিক আল্লাহ্, বিষয়টি বিবেচনায় রাখতে রাজনীতিবিদদের চাঁদাবাজি, জুলুম না করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

২৫ জানুয়ারি শনিবার দুপুর ১২টায় দিনাজপুর গোর-এ- শহীদ বড় ময়দান মাঠে কর্মী সম্মলন-২০২৫ এ প্রধান অতিথির বক্তব্য তিনি এ অনুরোধ জানান।
তিনি বলেন, আমরা প্রাকৃতিক দুর্যোগ বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা করতে গিয়েছিলাম। বর্ন্যাতদের জন্য সাহায্য করতে আমাদের বাধা দেওয়া হয়েছে। ফ্যাসিবাদ সরকার আমাদের ত্রাণ দিতে বাধা প্রদান করেছে। বাংলাদশ জামায়ত ইসলামী হাসিনার আমলে ন্যায়-বিচার হতে বঞ্চিত হয়েছে। হাসিনা সরকার উন্নয়নের নামে ২৬ লাখ কোটি টাকা চুরি করে পাচার করেছে । হেফাজত ইসলাম বাংলাদশ যখন ঢাকার শাপলা চত্বরে তাদের দাবি-দাওয়া তুল ধরছিল। তখন হাসিনা সরকার তাদের উপর নির্বিচার পাখির মত গুলি করে খুন করেন। আবার তিনি মিডিয়াতে বলেন, হেফাজত কর্মীরা নাকি গায়ে লাল রং মেখে ছিলেন, কেউ মারা যায়নি, কত বড় জঘন্য মিথ্যাচার করেন। আওয়ামীলীগ জামায়তকে জাগ্রত এবং ঘুমের মধ্য ভয় পায়।

তিনি আরা বলেন, আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লে নাকি পরদিন আওয়ামীলীগের ৫ লাখ নেতাকর্মী মারা যেতে পারে। ৫ আগষ্ট-২০২৪ এ আওয়ামীলীগ সহ সকল নেতাকর্মীরা পালিয়েছে। আওয়ামী লীগের কয় জন মারা গেছে? ২ লাখ, ১ লাখ, ১০ হাজার। আসলেও একজনও আওয়ামীলীগ নেতা কর্মীরা মারা যায়নি। মানুষ মারা যায়, শুধু আওয়ামীলীগর আমলেই। দেশের জনগণ খুনি নয়, খুনি হল আওয়ামীলীগ। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার এমপি লিটনকে গুলি কর হত্যা করে তাদের দোসর সাবেক কর্নেল এক সামরিক অফিসার। কি দুঃখের বিষয় তৎকালীন প্রধানমন্ত্রী শখ হাসিনা মহান সংসদে সরাসরি জামায়ত কে দোষী করে মিথ্যাচার করে বলেন, জামায়ত নাকি এমপি লিটন কে খুন করেছে। অথচ তাদের লোকজন ক্ষমতার লোভে এমপি লিটন কে খুন করেছে। কি মিথ্যা দোষ চাপানো হয় বাংলাদশ জামায়ত ইসলামীর উপর। তিনি বলেন, নতুন বাংলাদশ বি র্নিমান জামায়তর ৫ জন শীর্ষ নেতাকে ফাঁসি দেয়া হয়েছে। কোরআনের আইন না থাকায় সমাজে আজ এত সমস্যা।

তিনি বলেন, “ক্ষমতা দেওয়ার ও মালিক আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার ও মালিক আল্লাহ। রাজনীতি যারা করেন তাদের প্রতি আমার অনুরোধে ভাই, বন্ধু, , দোস্ত মেহরবানি করে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখান । ত্যাগী আহত, পঙ্গু ভাই বোন দের প্রতি সম্মান দেখান । মেহরবানী করে সমাজবিরোধী কোন কাজ করবেন না। চাঁদাবাজি করবেন না। দখল বাণিজ্য করবেন না। মামলা বাণিজ্য করবেন না। ঘুষখোর কাজ করবেন না। মানুষের উপর জুলুম করবেন না। মেহরবানি করে ছাড় দেন, আল্লাহ আপনাদের ইজ্জত বাড়িয়ে দিবেন। আল্লাহ আপনাদের রিজিক ও বরকত দিবেন। হায়াত ও বরকত দিবেন। আর যদি এগুলা অব্যাহত রাখেন তাহলে জেনে রাখুন আমরা শহীদদের রক্ত ছুঁয়ে শপথ নিয়েছি, এই জঞ্জাল গুলা সমাজ থেকে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “আমরা শহীদদের পিতাদের কথা দিয়েছি আপনাদের সন্তান যে কারণে জীবন দিয়েছিল সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকব। তারা চেয়েছিলো একটা পরিছন্ন সমাজ। যেখানে চুরি, অপরাধ থাকবে না। চাঁদাবাজি, খুন, লুটপাট, ধর্ষণ থাকবে না। নতুন নতুন আয়না ঘর আর তৈরি হবে না। রচিত হব মানবিক বাংলাদশ, মানুষের বাংলাদশ, সাম্যের বাংলাদশ ও বৈষম্যহীন বাংলাদশ।
আহতদের পরিসংখ্যান তুল ধরে জামায়ত আমির বলেন, “আমাদের ৩৪ হাজার ভাই বান ও সন্তান পঙ্গু হয় গেছে। আমাদের হিসাব অনুযায়ী ৫০২ জন গুলিবিদ্ধ হয় অন্ধ হয় গেছে । দুনিয়ার সৌন্দর্য আর তারা দেখবে না। ৭০০ এর অধিক মানুষ এক চোখ গুলিবিদ্ধ হয়ে আর এক চোখ হারাতে বসেছে। ২৫০ এর মত মানুষ মেরুদন্ডে গুলি লাগছে, তারা এখন অচল হয় গেছে। হয় বিছানায়, না হয় হাসপাতালের বিছানায় আছন। দুই পা অবশ, না হয় চার হাত পা অবশ হয়ে আছে। তারা উঠ বসত পারেন না। খাওয়া, নামাজ সবকিছু বিছানায় করতে হয়। তারা অন্যর উপর নির্ভরশীল। আপনারা তাদের প্রতি সদয় হবেন।”
তিনি আরও বলেন, “আমাদের সন্তানদের শ্লোগান” ই আমাদের শ্লোগান ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ, হয়নি যুদ্ধ’। একটি মানবিক বাংলাদশ গড়ার একটি শপথ নেই। যদি দেখেন বাংলাদশ সঠিক পথ আছে, তাহলে আমাদের ভালাবাসবেন, দোয়া দিবেন। আর অন্যায় করল আমাদের সমালাচনা করবেন। আমরা জাতি কে ঐক্যবদ্ধ দেখতে চাই। ঐক্যবদ্ধ হয় সকল চ্যালঞ্জ ও ষড়যন্ত্র একসাথ মোকাবলা করব। যুবসমাজরা তামরা আমাক বুড়া মনে করবে না, আমিও যুবক। ইনকিলাবের যুদ্ধ, অনাচারের বিরুদ্ধে যুদ্ধ তোমাদর সাথে আমি থাকবা ইনশাআল্লাহ।

এসময় স্বাগত বক্তব্য রাখন বাংলাদশ জামায়াত ইসলামী দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাঃ আনিসুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্র মজলিস শূরা সদস্য ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ দেলায়ার হাসান, ২০২৪ এর গণঅভ্যুথ্যান দিনাজপুর তথা উত্তরবঙ্গ নিহত ও আহতদর পরিবারের সদস্য, গণমাধ্যম কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও জামায়াতর হিন্দু নেতা বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, খানসামা উপজলার নিতাই চদ্র দেবনাথ। নিতাই চদ্র দেবনাথ বলন, ২৪ এর আন্দোলন উত্তরবঙ্গর হিন্দু সম্প সম্প্রদায়কে জামায়াত-শিবির আমাদর নিরাপত্তা দিয়ে বাঁচিয়েছে। আগামীর বাংলাদশ এ হিদু-খিষ্ট্রান-বৌদ্ধ ঐক্য পরিষদ জামায়াতের হাতে নিরাপদ। আমরা হিদু-খিষ্ট্রান-বদ্ধ ঐক্য পরিষদ জামায়াতের সাথে ঐক্য গড়ে তুলেছি। হিন্দুরা জামায়াতের কাছেই নিরাপদ।

Facebook Comments Box

Posted ৮:৪৬ অপরাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins