
মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ,রাজশাহী | রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
গত ২৫ জানুয়ারি রোজ শনিবার ২০২৫ ইং তারিখ দুপুর ১২:৩০ মিনিটে মহিলা ক্রীড়া কমপ্লেক্সে, রাজশাহীতে অনুষ্ঠিত ১৩তম ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার জনাব, মোহাম্মদ আবু সুফিয়ান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ক্লেমন ক্রিকেট একাডেমীর পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। পুলিশ কমিশনার ফাইনাল খেলা উপভোগ করেন এবং খেলা শেষে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে আরএমপি পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান এর উপস্থিতিতে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে উচ্ছ্বাস সৃষ্টি হয়। প্রধান অতিথি হিসেবে আরএমপি পুলিশ কমিশনার খেলার সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
Posted ১১:২৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।